এমএএস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস থিসিস, নন-থিসিস বেইজড মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর রাত ১২ টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজের (এমএএস) গ্রুপ ও বিষয়—
আর্টস: বাংলা, ইতিহাস;
সোশ্যাল সায়েন্স: সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স;
ন্যাচারাল সায়েন্স: রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স;
লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স: প্রাণিবিজ্ঞান;
অ্যাডভান্সড এমবিএ—
বিজনেস স্টাডিজ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট;
আবেদনের যোগ্যতা—
*মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তিতে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
*তিন (৩) বছর মেয়াদি অনার্সসহ মাস্টার ডিগ্রিধারী কলেজ শিক্ষকগণ নন-থিসিস বা থিসিস বেইজড প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন;
*শিক্ষা জীবনের এসএসসি থেকে স্নাতক (সম্মান) পর্যন্ত অন্তত একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ অথবা ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে; এবং অপর দুটিতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ-২.৫ থাকতে হবে;
*তিন (৩) বছর মেয়াদি অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত একটি প্রথম বিভাগ বা শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ-৩ থাকতে হবে;
প্রোগ্রামের মেয়াদ—
*সেমিস্টার পদ্ধতিতে থিসিস/নন-থিসিস বেইজড এমএএস এবং অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তিতে প্রথম সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ প্রাপ্তদের প্রতি বিষয়ে ৩ জনকে মাসিক নির্ধারিত হারে ১ বছর বৃত্তি দেওয়া হবে;
*কলেজ শিক্ষক ব্যতীত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৭ প্রাপ্ত হবেন তাদের প্রত্যেককে মাসিক নির্ধারিত হারে ১ বছর বৃত্তি দেওয়া হবে;
আবেদন ফি—
প্রোগ্রামে ভর্তিতে আবেদন ফি ১০০০ টাকা প্রদান করতে হবে।
ভর্তিসম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ—
*অনলাইনে আবেদন ফরম পূরণের তারিখ: ১৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর;
*সোনালী ব্যাংকে টাকা জমাদান: ২২ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর;
*লিখিত পরীক্ষার তারিখ: ১০ নভেম্বর (বেলা ১১টা থেকে ১২টা);
*লিখিত পরীক্ষার ফলাফল: ১৩ নভেম্বর;
*মৌখিক পরীক্ষা: ১৭ ও ১৮ নভেম্বর;
*মেধা তালিকা প্রকাশ: ২১ নভেম্বর;
*পে-স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর;
*ক্লাস শুরু: ৯ ডিসেম্বর থেকে;
আবেদনপদ্ধতি, ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।