অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণে ২১ দিন বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৮:১৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৮:১৮ PM
২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় আবার বৃদ্ধি করল জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার ফরম পূরণের সময় ২১ দিন বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করার সময়সীমার কথা বলা হয়েছে। আগে ফরম পূরণের সময়সীমা ছিল ২৫ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরমের ডেটা এন্ট্রি ও নিশ্চায়নের শেষ তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে শিক্ষার্থীরা টাকা জমা দেওয়া শুরু করতে পারবেন আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এবং পরদিন (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
সময়সূচি বৃদ্ধির বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করে দেখতে পারবেন।