শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের ফুলেল শুভেচ্ছা
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ PM
নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বনানীতে মন্ত্রীর নিজ বাসভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য।
এসময় উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রীর সার্বিক সাফল্য ও সুস্থতা কামনা করেন। একইসঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স সম্পর্কেও অবগত করেন।
এর আগেও ২০২৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার মহিবুল হাসান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। শিক্ষামন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী এবারের মন্ত্রীসভায় শপথ নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।