ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিতুমীর কলেজ ছাত্র তামিমের

তামিম হোসেন
তামিম হোসেন  © টিডিসি ফটো

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তামিম হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তামিম সরকারি তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করতেন। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য ছিলেন তিনি। 

এ দুর্ঘটনার ঘটনায় তামিমের বন্ধু মিকদাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নিশাদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তামিম কাজ শেষে বাসায় ফিরছিল। পথিমধ্যে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

তামিমের সহপাঠী সোহাগ জানান, তামিম ব্যক্তিগত কাজে তার বন্ধু মিকদাদকে নিয়ে মোটরসাইকেলে খিলক্ষেত গিয়েছিল। কাজ শেষে বাসায় ফেরার পথে কুড়িল ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তামিম ট্রাকের নিচে চাপা পড়েন। এছাড়া মোটরসাইকেলের পেছনে থাকা মিকদাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার পায়ের কয়েকটি হাড় ভেঙে যায়।


সর্বশেষ সংবাদ