বৃহস্পতিবারে অনলাইন থেকে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত কুবি কর্তৃপক্ষের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)  © সংগৃহীত

গত বছরের ২৭ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৭২তম একাডেমিক কাউন্সিল সভায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বৃহস্পতিবার সশরীরে ক্লাসে ফিরতে পারে শিক্ষার্থীরা। 

বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে সশরীরে ক্লাসে ফেরার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে সরকারি কৃচ্ছসাধন নীতি অনুযায়ী অর্ধবেলা (দুপুর ২টা পর্যন্ত) ক্লাস হবে। সকালে শিক্ষার্থী নিয়ে বাস ক্যাম্পাসে আসবে এবং দুপুর ২টায় আবার ক্যাম্পাস থেকে শিক্ষার্থী নিয়ে শহরে যাবে। একাডেমিক কার্যক্রমে অতিরিক্ত লোড হয়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ