বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি  © সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষের স্প্রিং সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আগ্রহীদের ২৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে:

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এ বি.এসসি

বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি (CE)

ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)

ব্যবসায় প্রশাসনের মাস্টার (এমবিএ)

ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস (অনার্স)

আইন ব্যাচেলর (এলএলবি)

যোগ্যতা: যেসব প্রার্থী এইচএসসি/আলিম/এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে:

সিএসই/ইইই/সিই (CSE/EEE/CE)-তে বিএসসি (B. Sc):

এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষা: বিজ্ঞান গ্রুপে এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নসহ প্রত্যেককে ন্যূনতম জিপিএ ৩.০ স্কোর করতে হবে। এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিমের মোট জিপিএ ন্যূনতম ৭.০ হতে হবে (অতিরিক্ত বিষয় সহ)।

জিসিই (GCE) আবেদনকারীরা: 

(ক) O লেভেল: গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন সহ ন্যূনতম পাঁচটি বিষয়ে প্রতিটিতে জিপিএ-৩ (A=5, B=4, C=3, D=2 এবং E=1 স্কেলে)।

(খ) একটি স্তর: গণিত, পদার্থবিদ্যা/রসায়ন সহ ২টি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩/ সি গ্রেড।

(গ) জিসিই (GCE) এ এবং ও লেভেলে মোট জিপিএ- ৬ হতে হবে।

(ঘ) কোনো বিষয়ে ই গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের বিবেচনা করা হবে না।

ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)/ ব্যাচেলর অফ আর্টস (অনার্স) ইন ইংরেজি/আইন ব্যাচেলর (LL.B.):

(১) এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০। এইচএসসি/আলিম এবং এসএসসি/দাখিলের মোট জিপিএ ন্যূনতম ৬.৫ হতে হবে।

আবেদন যেভাবে: অনলাইনে আবেদন ক্লিক করুন এখানে

বিস্তারিত দেখুন এই ওয়েবসাইটে


সর্বশেষ সংবাদ