এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের নামে ভুয়া ই-মেইল
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৪ AM
এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে তা দিয়ে পরিচিতদের কাছে বিভিন্ন ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপাচার্য। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম নিজের ফেসবুক আইডি ও পেজে পোস্টের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘খুবই উদ্বেগজনক! এটি গুরুতর অপরাধ! কেউ আমার নাম (ড. মো. শাহ আজম), ছবি ও পরিচয় দিয়ে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খুলেছে। আপনারা কেউ যদি এই ভুয়া অ্যাকাউন্ট থেকে কোনও বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রচারমূলক বার্তা বা অনুরোধ পান, তবে অনুগ্রহপূর্বক রিপ্লাই দেবেন না।’
আরো পড়ুন: এবার রাবি ভিসির নাম-ছবি ব্যবহার করে ভুয়া ইমেইল
এ পোস্টের সাথে উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করে দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের নামেও ভুয়া জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়। এর মাধ্যমে পরিচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারক চক্র বিভ্রান্ত করে বলে জানা গেছে।