ইবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ থেকে বিকাল ২টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ চলবে। এতে ৪০৪ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথক একজন সাধারণ সম্পাদক মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বছর মেয়াদী এই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল, জিয়া পরিষদ প্যানেলে বিএনপিপন্থী শিক্ষকরা ও সবুজ প্যানেলে জামায়াত সমর্থিত শিক্ষক এবং সাধারণ সম্পাদক পদে পৃথকভাবে একজন অংশ নিয়েছেন। নির্বাচনে একজন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ১০জন সদস্য নিয়ে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।  

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আওয়ামীপন্থী শিক্ষকদের পক্ষ থেকে সভাপতি পদে ড. অধ্যাপক জাহাাঙ্গীর হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মাসুদ প্রতিদ্বন্দিতা করবেন।

আরও পড়ুন: মাদকাসক্তদের অভায়শ্রম ইসলামী বিশ্ববিদ্যালয়

এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. বাকী বিল্লাহ (বিকুল), অধ্যাপক ড. মহব্বত হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, এম এম নাসিমুজ্জামান, সাজ্জাদুর রহমান টিটু, ফিরোজ আল-মামুন ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।

বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. এমতাজ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া প্রতিদ্বন্দিতা করবেন। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকির হুসাইন, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, অধ্যাপক ড. এ এস এম আইনুল হক আকন্দ, অধ্যাপক ড. এ কে মুহা: নুরুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. সেলিম রেজা।

জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. আবু সিনা, সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহা: মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বারী প্রতিদ্বন্দিতা করবেন।

এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. সেকান্দার আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আকতার হোসেন, অধ্যাপক ড. আবদুল কাদের, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. নাজিমুদ্দিন।
 
পৃথকভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করবেন আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। এর আগে ১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয় এবং একইদিনে যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১২ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।  

রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা পেলে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে পারব।


সর্বশেষ সংবাদ