অনার্স পরীক্ষায় বসছেন দেশের পাঁচ লাখ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৯:৪০ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ০৯:৪০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ অক্টোবর) রাতে এ তথ্য জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনার্স প্রথমবর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু আজ, জেনে নিন বিস্তারিত
এ পরীক্ষা শেষ হবে আগামী ৫ ডিসেম্বর। সারা দেশে একযোগে ৩২৪ কেন্দ্রে ৮৮০টি কলেজের প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।