জবির মনোবিজ্ঞান বিভাগ ও হোপ ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান  © সংগৃহীত

জবির মনোবিজ্ঞান বিভাগ ও হোপ ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে হোপ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. ইফতিখার মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আকরামুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতাস্মারক স্বাক্ষর করেন।

স্মারকে উল্লেখিত চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠান যৌথ সহযোগিতার মাধ্যমে গবেষণা কার্যক্রম, কনসালটেন্সি এবং অ্যাডভোকেসি, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা এবং সম্মেলনে অংশগ্রহণ ও আয়োজন, একাডেমিক উপকরণসহ প্রকাশনা এবং অন্যান্য তথ্য বিনিময়, বই-প্রবন্ধ এবং জার্নাল প্রকাশ, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ভবিষ্যতের সহযোগিতা সম্প্রসারণে সহায়তা, মনো-সামাজিক সহায়তা ও পরামর্শ এবং ইন্টার্নশিপ/প্লেসমেন্ট বিষয়ে কাজ করবে।

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে না জবির ছাত্রী হল

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স  অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মনিরুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও হোপ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো  ডক্টর মো. গোলাম হাফিজ।


সর্বশেষ সংবাদ