ইবি ক্যাম্পাস পরিষ্কার করলেন ‘তারুণ্যে’র সদস্যরা

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস পরিষ্কার করেছেন সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সদস্যরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত। দুই ঘন্টাব্যাপী এ পরিছন্নতা অভিযান করে সংগঠনটি

সরেজমিনে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থীর মুখে মাস্ক, হাতে গ্লাভস ও বস্তা নিয়ে রাস্তায় পড়ে থাকা কাগজ, প্লাস্টিকের বোতল, পলিথিন কুড়াচ্ছেন। কুড়ানো ময়লা-আবর্জনা একত্র করে পুড়িয়ে ফেলছেন আবার কিছু ভ্যানে করে নির্দিষ্ট স্থানে ফেলে দিচ্ছেন। ওরা বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সদস্য। ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানের কাজ করছেন। প্রায় অর্ধশতাধিক সদস্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ পরিছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার চত্বর, স্মৃতিসৌধ চত্বর, ঝাল চত্বর, মসজিদের চত্বর, সাদ্দাম হোসেন হলের পিছনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন এলাকা, জিয়া মোড়সহ প্রায় পুরো ক্যাম্পাস পরিষ্কার করেন তারা।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া হাসিব বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব। যেগুলো রয়েছে তা প্রয়োজনের তুলনায় কম। এ সময় প্রশাসনের নিকট  পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ডাস্টবিনের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি।

সংগঠনটির সভাপতি আশিফা ইসরাত জুঁই বলেন, ক্যাম্পাস এর পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তবে পুরো ক্যাম্পাসে ডাস্টবিনের সংখ্যা কম। ফলে শিক্ষার্থীরা যত্রতত্র আবর্জনা ফেলায় যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ক্যাম্পাস। খাবারের উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেলার কারণে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। এ কারণেই আজকের পরিছন্নতা অভিযান।


সর্বশেষ সংবাদ