শেষ হলো ৪৩তম বিসিএসের প্রিলির পরীক্ষা

 বিসিএসের প্রিলির পরীক্ষা
বিসিএসের প্রিলির পরীক্ষা  © ফাইল ফটো

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আটটি বিভাগে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে। আর ভুল উত্তরের জন্য .২৫ কাটা যাবে।

এবার ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়া হবে। এর বিপরীতে আবেদন করেছেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন।

৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, স্বরাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ এবং সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।


সর্বশেষ সংবাদ