৪৩তম বিসিএস: ১২ দিনে আবেদন জমা পড়েছে ১২ হাজার

  © ফাইল ফটো

৪৩তম বিসিএসের আবেদন চলছে। অনলাইনের মাধ্যমে গত ৩০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এদিকে, আবেদনের ১২তম দিনে এসে ১২ হাজারের মতো আবেদন জমা পড়েছে, যা অন্যান্য বিসিএসের (সাধারণ) আবেদনে প্রথম সপ্তাহে লাখ ছাড়িয়ে যেত। 

তবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বলছে, শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করে আশানুরূপ আবেদন না পড়লে সময়সীমা আরও বাড়ানো হবে।

জানতে চাইলে পিএসসি সদস্য ও ৪৩তম বিসিএস কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রফেসর হামিদুল হক রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত ৪৩তম বিসিএস ১২ হাজারের মতো আবেদন জমা পড়েছে। যেহেতু আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, তাই সংখ্যা আরও বাড়বে। তকে এখনও আবেদনের সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, গত কয়েকটি সাধারণ বিসিএস পরীক্ষায় দুই হাজার পদের বিপরীতে চার লাখের মতো আবেদন পড়েছে। যেখানে প্রথম সপ্তাহে এক লাখেরও বেশি আবেদন পড়তো, সেখানে এবারের ৪৩তম বিসিএসে ১২ দিনে পড়েছে ১২ হাজারের মতো আবেদন।

পিএসসি সূত্র বলছে, এবার করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত থাকা আর যেসব পরীক্ষা হয়েছে তারও ফল প্রকাশ না হওয়ায় ৪৩তম বিসিএসে আশানুরূপ আবেদন পড়ছে না।

এরমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ৪৩তম বিসিএসে আবেদনের সুযোগ দিতে পিএসসির কাছে আবেদন করেছে। অ্যাপেয়ার্ড শিক্ষার্থী হিসেবে তাদের আবেদন করার সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে পিএসসির। তবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাপারে কী হবে তা এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে কমিশনের সদস্য প্রফেসর হামিদুল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের অ্যাপেয়ার্ড হিসেবে আবেদন করার সুযোগ দিতে আমাদের কাছে আবেদন করেছেন। বিষয়টি কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।


সর্বশেষ সংবাদ