বিসিএসে গেজেটবঞ্চিত ১১১ চিকিৎসককে কর্মস্থলে পদায়নের প্রজ্ঞাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০২:১১ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০২:১১ PM
২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত গেজেটবঞ্চিত ১১১ জন চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৭ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২৮ হতে ৪২তম বিসিএস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখার ১৪ আগস্ট এবং ২০ আগস্ট (২০২৪) তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে ১০৭ (এক শ সাত) জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ০৪ (চার) জন, সর্বমোট ১১১ (এক শ এগারো) জনকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত চিকিৎসকদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন।