৪৬তম বিসিএসের ওএমআর শিট মূল্যায়ন শেষ

বিসিএস
বিসিএস  © ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কার্যক্রম শেষ হয়েছে। এখন ওএমআর শিটগুলো স্ক্রিনিংয়ের কাজ চলছে। যত দ্রুত সম্ভব এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার (০৭ মে) সরকারি কর্ম কমিশনের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওএমআর শিট দেখার কার্যক্রম চলমান রয়েছে। কবে ফল প্রকাশ হবে তা বলা যাচ্ছে না। তবে আমরা যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই।  ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করবো এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার।

আরও পড়ুন: ৪৬তম বিসিএসের প্রশ্নে ভুল পেয়েছে পিএসসি

এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ।

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ