হাল্ট প্রাইজ পিচ সাবমিশনের বিষয়বস্তু নিয়ে লাইভ সেশন রাতে

হাল্ট প্রাইজ পিচ সাবমিশনের বিষয়বস্তু নিয়ে লাইভ সেশন রাতে
হাল্ট প্রাইজ পিচ সাবমিশনের বিষয়বস্তু নিয়ে লাইভ সেশন রাতে  © টিডিসি ফটো

হাল্ট প্রাইজ বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির উদ্যোগে পিচ সাবমিশনের জন্য লাইভ সেশনের আয়োজন করা হয়েছে। সেশনটি রবিবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮টায় দ্যা ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ফেসবুকে পেজে সরাসরি দেখা যাবে।

সেশনে বক্তা হিসেবে থাকবেন ব্র্যাকের ইয়াং প্রফেশনাল ও টেট্রা কোম্পানির কো-ফাউন্ডার মুবাশ্বির তাহমিদ। ২০১৮ সালে তিনি ইউএনডিপি সেইফ ওয়াটার চ্যালেঞ্জে চাম্পিয়ন হয়েছেন। ২০১৮ সালের বুয়েট হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন ছিলেন তিনি।

আরও পড়ুন: প্রথম হাল্ট প্রাইজ ব্যবস্থাপনা কমিটি হলো জবিতে

২০১৮ সালের কুওয়ালামপুর রিজিয়ন সামিটের ফাইনালিষ্ট ছিলেন এ মুবাশ্বির তাহমিদ। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন।

সেশনটি সঞ্চালনা করবেন হাল্ট প্রাইজ বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বর্তমান ক্যাম্পাস ডিরেক্টর সুরাইয়া আলী তাবাসসুম। হাল্ট প্রাইজ বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ক্যাম্পাসভিত্তিক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাস।


সর্বশেষ সংবাদ