বাংলাদেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি নিকৃষ্ট: অধ্যাপক আনসারী

অধ্যাপক সাখাওয়াৎ আনসারী
অধ্যাপক সাখাওয়াৎ আনসারী  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাখাওয়াৎ আনসারী বলেছেন, একটি দেশের পরিবর্তন করতে পারে রাজনীতি। শিক্ষকরা প্রত্যক্ষভাবে দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে পারেনা। যে দেশের রাজনীতিবিদরা যত বেশি উৎকৃষ্ট, সে দেশ তত উন্নত। বাংলাদেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি নিকৃষ্ট।

শনিবার (২২ জানুয়ারি) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'বাংলাদেশের সংবিধান ও সমকালীন ভাষা পরিস্থিতি' শীর্ষক আলোচনা চক্রে তিনি এসব কথা বলেন। বাংলা বিভাগের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবরে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষোভ

অধ্যাপক আনসারী আরও বলেন, একটি দেশের পরিচয় বহন করে সে দেশের জাতীয় সঙ্গীত ও  পতাকা। আমি মনে করি, সংবিধানে এ বিষয়গুলো আগে আসা উচিত ছিল। ভাষার বিষয়টি পরে রাখা যেত। কিন্তু সংবিধানে উল্টো হয়েছে।

ভাষার ক্ষেত্র নিয়ে তিনি বলেন, বহুভাষিক দেশ হলে কোন ভাষা কোথায় কতটুকু ব্যবহৃত হবে, সেটা ভাষা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কোথায় বাংলা, কোথায় ইংরেজি ব্যবহার হবে, সেগুলো নির্দিষ্ট থাকা উচিত। ভাষার ক্ষেত্র চিহ্নিতকরণ খুবই দরকার। কিন্তু পঞ্চাশ বছরেও এটা হয়নি। 

আরও পড়ুন: আকর্ষণীয় সিভি লেখার কৌশল

প্রায় দুই ঘন্টাব্যাপী এ আয়োজনে সংবিধানের ভাষাগত বিভিন্ন ভুল এবং উপমহাদেশের সংবিধানের তুলনামূলক আলোচনা করেন তিনি। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনসুর মুসা। এতে সঞ্চালনা করেন আয়োজক বিভাগের সিনিয়র প্রভাষক আয়েশা সিদ্দিকা। এ সময় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ