আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ২ নারী ক্রিকেটার

থাইল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি-শারমিন
থাইল্যান্ডের বিপক্ষে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি-শারমিন   © আইসিসি

আইসিসির নারী ক্রিকেটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপ-অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র‌্যাঙ্কিংয়ে পুরস্কার পেলেন তারা।

থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন জ্যোতি; টাইগ্রেস অধিনায়কের ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরি এটি। ওই ম্যাচে ১৭৮ রানে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলেন জ্যোতি। দুর্দান্ত দুটি পারফরম্যান্সে ১৬ লাফ দিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন টাইগ্রেস অধিনায়ক।

তার মতই থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন শারমিন। থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন টপ-অর্ডার এই ব্যাটার। এ ছাড়া আইরিশদের বিপক্ষে ২৪ রান করেন তিনি। এতে ১১ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ২৯তম অবস্থানে এসেছেন শারমিন।

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার লওরা উলভার্ট শীর্ষে আছেন, দুইয়ে ভারতের স্মৃতি মান্দানা এবং নাতালিয়া স্কাইভার ব্রান্ট তিনে আছেন।

এদিকে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই বোলার-ও এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে রাবেয়া খান এবং তিন ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে আছেন ফাহিমা খাতুন।

বোলিং র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সোফি এসলেসটন শীর্ষে, অ্যাশ গার্ডনার দুইয়ে এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার আশেন শীর্ষে রয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ বসবে। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজেরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করছে জ্যোতির দল।


সর্বশেষ সংবাদ