অর্থ আত্মসাৎ করা ভারতীয় ব্যবসায়ী বেলজিয়ামে গ্রেফতার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪১ PM

ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৮০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করে পালিয়ে গিয়েছিলেন হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। ২০১৮ সালের ২৩ মে মুম্বাইয়ের আদালতে চোকসির বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এবার তাকে বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয়েছে।
ব্যাংক জালিয়াতির ঘটনার তথ্য প্রকাশের সাত বছর পর অবশেষে মেহুল চোকসিকে গ্রেফতার করা হয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অনুরোধে বেলজিয়াম পুলিশ গত শনিবার তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির জন্য চোকসি আদালতে আপিল করবেন।
চোকসির আইনজীবী বিজয় আগারওয়াল জানিয়েছেন, ৬৫ বছর বয়সি এই ব্যবসায়ী আপাতত বেলজিয়ামের জেলে রয়েছেন। তিনি জানান, চোকসি এই গ্রেফতারের বিরুদ্ধে আদালতে আবেদন জানাবেন পারেন। ভারতে প্রত্যার্পণের বিরোধিতা করেও আবেদন জানাবেন তিনি।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জানিয়েছে, ২০১৮ সালে মুম্বাইয়ের একটি শাখা থেকে প্রতারণার মাধ্যমে মেহুল চোকসি ১৮০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেন। এরপর ব্যাংকটি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে বিখ্যাত হীরার ব্যবসায়ী নীরব মোদি ও তার চাচা মেহুল চোকসির পাশাপাশি আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। যদিও চোকসি ও মোদি উভয়েই তাদের বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে বেলজিয়াম থেকে চোকসিকে দ্রুত দেশে ফেরত আনার চেষ্টা করছে ভারত সরকার।
২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদির বিরুদ্ধে ১৩,৮৫০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। পরে দীর্ঘ সময় তারা অ্যান্টিগা ও বারবুডায় অবস্থান করেন।