মাদারীপুরে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:০৩ PM

মাদারীপুরের শিবচরে প্রচণ্ড তাপপ্রবাহে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা করছে জাতীয়তাবাদ ছাত্রদল। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন, শেখ ফজিলাতুন্নেছা পাইলট সরকারি বালিকাউচ্চ বিদ্যালয়, সালেহ্ আদর্শ উচ্চ বিদ্যলয়, আল বাইতুর মামুর সিনিয়র মাদ্রাসা অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ খাবার পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় অভিভাবকদের জন্য নির্ধারিত ছায়াযুক্ত বসার স্থানের ব্যবস্থাও করে ছাত্রদলের কর্মীরা।