নর্থ সাউথে সশরীরে ক্লাস শুরু ২৮ নভেম্বর

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আগামী ২৮ নভেম্বর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাসের অনুমতি পাবেন। তবে সশরীরে ক্লাস শুরু হলেও যথাসময়ে অনলাইনেও একই ক্লাস সম্প্রচারিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুসারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আগামী ২৮ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। হাইব্রিড পদ্ধতিতে এ ক্লাস পরিচালিত হবে। টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগ পাবেন। সশরীরে ক্লাস শুরু হলেও বাসায় থেকে অনলাইনে এ ক্লাসে অংশগ্রহণের সুযোগ থাকবে।

এতে বলা আরও হয়, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের এসব ক্লাসে অংশ নিতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। নিয়মিতভাবে হাত ধৌত করতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সুযোগ পেলেই করোনাভাইরাসের টিকা নিতে হবে।


সর্বশেষ সংবাদ