উত্তরা ইউনিভার্সিটি ও দ্যা ডেইলি ক্যাম্পাসের মধ্যে এমওইউ স্বাক্ষরিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ১১ জুন ২০২৪, ০৬:৫১ PM
উত্তরা ইউনিভার্সিটি এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর হয়।
উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী ও দ্যা ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেল উত্তরা ইউনিভার্সিটি
চুক্তি স্বাক্ষরের সময় দ্যা ডেইলি ক্যাম্পাসের জেনারেল ম্যানেজার (জিএম) নাজমুস সাদাত ও প্রধান প্রতিবেদক ইরফান এইচ সায়েমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে উত্তরা ইউনিভার্সিটির পাঠদান, গবেষণা, উদ্ভাবনসহ নানা সাফল্য ও সম্ভাবনা প্রচারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে দ্যা ডেইলি ক্যাম্পাস।