২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম জানালো ফিফা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ PM
মধ্যপ্রাচ্যে প্রায় এক যুগ পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আসরটি আয়োজন করবে সৌদি আরব। আজ বুধবার (১১ ডিসেম্বর) ফিফা কংগ্রেসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত অক্টোবরে স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।
ফলে আয়োজক হওয়ার পথে মধ্যপ্রাচ্যের দেশটির সম্ভাবনা ভীষণ উজ্জ্বল হয়ে যায়। সেটা চূড়ান্ত হলো এবার। ফিফা কংগ্রেসের সভায় ভোটাভুটির পরই আয়োজকের নাম চূড়ান্ত হয়েছে। ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন।
সভায় আরও সিদ্ধান্ত হয় ২০৩০ সালের আসরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন। বৈশ্বিক টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হয়েছিল ১৯৩০ সালে। যার আয়োজক ছিল উরুগুয়ে। তখন আর্জেন্টিনা, স্পেনেও টুর্নামেন্ট হয়েছিল।