প্রাথমিকের ১২তম সপ্তাহের পাঠ পরিকল্পনা প্রকাশ নেপের

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)  © টিডিসি ফাইল ফটো

করোনার কারনে গত দেড় বছরের মত বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল। পাঠের ঘাটতি মেটাতে শিক্ষার্থীদের জন্য ১২তম সপ্তাহের পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বুধবার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ১২তম সপ্তাহের 'অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১' প্রকাশ করা হয়। গত ১৫ এপ্রিল নেপ মহাপরিচালককে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ পরিকল্পনা করা হচ্ছে।

কমিটির সুপারিশ অনুযায়ি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশক্রমে সংশ্নিষ্ট শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এই পাঠ পরিকল্পনা ও হোমওয়ার্ক শিট পৌঁছে দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকেই আজ পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।


সর্বশেষ সংবাদ