নতুন বই পড়া হলো না মেধাবী ছাত্র ইব্রাহিমের 

  © সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইব্রাহিমের মৃত্যু হয়। মো. ইব্রাহিম খলিল ওই পাড়ার মো. রজ্জব আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের করম আলী মেম্বার পাড়ায় আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে মৃত্যুর কারণ কি তা এখনো জানা যায়নি।

তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যায় মো. ইব্রাহিম খলিল। সেখানে সব শিশুরা যখন আনন্দ করছিল তখন কাউকে কিছু না বলে বাড়ির বাইরে যায় সে। এক পর্যায়ে সেখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। দ্রুত স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিয়া জানান, অত্যন্ত চটপটে স্বভাবের মো. ইব্রাহিম খলিল খুব মেধাবী ছিল। তার এ অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।

 


সর্বশেষ সংবাদ