চট্টগ্রামে স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  © প্রতীকী ছবি

চট্টগ্রামের একটি স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) এ ঘটনায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকেরা হলেন- মো. রকিব উদ্দিন ও সুরজিত পাল। গতকাল অভিযান চালিয়ে আসামি মো. রকিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা গতকাল মঙ্গলবার (১১ জুন) কোতোয়ালি থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার শিক্ষককে আদালতে হাজির করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ