নদীতে গোসল করতে নেমে ফেরা হলো না মাদ্রাসা ছাত্র ইয়ামিনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

রাজধানীর বেড়িবাঁধ এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মো. ইয়ামিন (১৩) নামের ওই শিক্ষার্থী রূপনগর আবাসিক এলাকার একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। শুক্রবার (২৮ জুন) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়ামিন শেরপুর নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে। বর্তমানে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে ইয়ামিন ছিল সবার ছোট।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়ামিন রূপনগর বেড়িবাঁধ এলাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। গতকাল বিকেলের দিকে বেড়িবাঁধের পাশে  নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন রাতের দিকে অচেতন অবস্থায় তাকে  উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ইয়ামিন বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করছে।


সর্বশেষ সংবাদ