কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল পরিচালনায় শিগগিরই আসছে বিধিমালা
কিন্ডারগার্টেনসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা, ২০২৩’ সম্প্রতি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। আগামী অক্টোবর মাসের শুরুর দিকে বিধিমালটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এই বিধিমালাটি চূড়ান্ত অনুমোদন হলে অনুমোদনহীন আর কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।
আগামী অক্টোবরের শুরুতে বিধিমালাটি চূড়ান্তভাবে গ্যাজেট আকারে প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
তবে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০২৩’ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন। তাদের দাবি— কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো ‘কিন্ডারগার্টেন স্কুল’ নামেই চালাতে চান তারা। সেই সঙ্গে শিক্ষক নিয়োগবিধি শিথিল করা এবং শিক্ষকদের বেতন সরকারি তহবিল থেকে দেওয়া এবং কিন্ডারগার্টেন স্কুল নীতিমালা প্রণয়নে কিন্ডারগার্টেন স্কুলের প্রতিনিধি রাখতে হবে। গত ১৭ সেপ্টম্বর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।
প্রসঙ্গত, দেশে প্রাথমিক বিদ্যালয় আছে ১ লাখ ১৪ হাজার ৫৩৯টি। যার মধ্যে সরকারি ৬৫ হাজার ৫৬৬টি। বাকিগুলো কিন্ডারগার্টেনসহ বেসরকারি বিদ্যালয়। এসব বেসরকারি বিদ্যালয়গুলোর প্রায় ৯০ ভাগেরই নিবন্ধন নেই।