প্রাথমিক শিক্ষার ব্যাপক পরিবর্তন হচ্ছে: ডিপিই ডিজি

  © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, প্রাথমিক শিক্ষার ব্যাপক পরিবর্তন হচ্ছে। মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ, সুসজ্জিত বিদ্যালয়, সুন্দর একাডেমিক ভবন তৈরি হচ্ছে। আরও পরিবর্তন হবে নবনিয়োগপ্রাপ্তদের দ্বারাই। দেশের সবচেয়ে বড় শিক্ষা পরিবার প্রাথমিক শিক্ষা পরিবার,সেই পরিবারকে আজ থেকে নিজের পরিবার মনে করবেন। মনে রাখবেন, চাকরি জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। সেটা মেনে চলবেন। 

শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় মিরপুরে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নবনিযুক্ত পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) গণের ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এইসব কথা বলেন।  

আরও পড়ুন: দুই গুচ্ছে যুক্ত হচ্ছে নতুন অনুমোদন পাওয়া তিন বিশ্ববিদ্যালয়

মহাপরিচালক আরও বলেন, দেশের প্রাথমিক টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) গুলোকে ঢেলে সাজানোর আপ্রাণ চেষ্টা চলছে৷ মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। নিজ উদ্যোগে চাইলেই ছোট ছোট পরিবর্তন সম্ভব৷ যে ইতিবাচক পরিবর্তন নিজের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যাবেন।  

প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: শাহ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, ঢাকা পিটিআই'র সুপারেন্টেড মোহাম্মদ কামরুজ্জামান। 

প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: শাহ আলম বলেন, সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, হবে। চাকরি জীবনে অন্যদের কথায় কান না দিয়ে নিজের বিবেক দিয়ে চিন্তাভাবনা করে কাজ করবেন। বলবেন কম, শুনবেন বেশি৷ যেকোনো প্রশিক্ষণকে উপভোগ করতে শিখবেন। প্রতিটি সেশান মন দিয়ে করবেন।


সর্বশেষ সংবাদ