গণভবনে পাস পাননি জগন্নাথের ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৩ PM , আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৩ PM
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুবলীগের নেতাদের বৈঠকে সংগঠনটির বেশ কয়েকজন নেতা যোগদানের সুযোগ পাননি। এদের মধ্যে ছিলেন সংগঠনটির দুই প্রেসিডিয়াম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি ড. মীজানুর রহমান ও নুরুন্নবী চৌধুরী শাওন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান যুবলীগের দায়িত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা হয়। কিন্তু তাকেও বৈঠকে যোগদানের সুযোগ দেয়া হয়নি।
বৈঠকে যারা দলীয় পদ ব্যবহার করে অন্যায়ভাবে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ-বিত্ত-সম্পদের মালিক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন।
তিনি বলেন, কারও অপকর্মের দায় দল ও সরকার নেবে না। যারা অপকর্ম করেছেন, দুর্নীতি করেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ক্যাসিনো ব্যবসায় জড়িত ছিলেন, তাদের ছাড়া হবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে বলেন তিনি।