আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান 

শাহবাগে অবস্থান
শাহবাগে অবস্থান  © টিডিসি ফটো

গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে নাগরিক ঐক্য কমিটি নামে একটি সংগঠন। শুক্রবার (২১ মার্চ) বিকেল থেকে সংগঠনটির নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় এক দফা, এক দাবি—আওয়ামী লীগ নিষিদ্ধ চাই—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। কয়েকটি সংগঠনের নেতারাও এই কর্মসূচিতে যোগ দেন এবং If is blacked ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।

এর আগে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল থেকে ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘২৪–এর বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের’ পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন এ বি যুবায়ের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে ছাত্র-জনতা আবারও প্রস্তুত। রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের ওপর দাঁড়িয়ে আমার ভাইয়ের খুনিদের ফেরানোর কোনো চেষ্টা আমরা সফল হতে দেব না।’


সর্বশেষ সংবাদ