মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী  উদ্যানে বাড়ছে জনসমাগম

মার্চ ফর গাজায় অংশ নিতে সোহরাওয়ার্দী  উদ্যানে জনসমাগম  বাড়ছে
মার্চ ফর গাজায় অংশ নিতে সোহরাওয়ার্দী  উদ্যানে জনসমাগম বাড়ছে  © টিডিসি ফটো

পূর্ব ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন। পাঁচটি প্রবেশপথ দিয়েই মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

জানা গেছে, মার্চ ফর গাজা কর্মসূচিতে জনসাধারণ ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান সমৃদ্ধ ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত হচ্নছে। প্রবেশপথগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সমাবেশস্থল নশরদারিতে রাখা হয়েছে। এছাড়াও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের দাবির মুখে ভর্তি ফি কমাল শাবিপ্রবি

গাজায় ইসরায়েল কর্তৃক নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের জোর দাবিসহ ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশস্থল থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি আসবে বলে জানা গেছে।

সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী মার্চ ফর গাজা বেলা ২টা থেকে ৫টি পয়েন্ট থেকে শুরু হবে। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ