শাহবাগে ফুলের দোকানে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৭ PM

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।