চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:০৪ AM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:০৪ PM

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ বুধবার (২ এপ্রিল) সোয়া সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের সাত যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সোয়া সাতটার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাতজন। আহত হন বেশ কয়েকজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন।
আরিফুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।
আরও পড়ুন: নারীকে উত্ত্যক্ত করার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ তিন গ্রামবাসীর, আহত শতাধিক
এর মধ্যে ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন। এ ছাড়া গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আটজন আহত হন।
স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে।