সচিবালয় এলাকায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:২২ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:২২ PM

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিষদের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২টার পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তে জনা বিরাজ করছে।
আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ৫ শতাধিক শ্রমিক কর্মচারী। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। সেখানে যেকোনো সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ। আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে এসে সচিবালয়ের ভেতর ইট-পাথর নিক্ষেপ করেছেন। তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে পুলিশের উপর আক্রমণ করেন তারা। পরবর্তীতে পুলিশ লাঠিপেটা করে।
প্রসঙ্গত, সোমবার (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও প্রশাসনের কেউ যোগাযোগ না করায় আজ এ কর্মসূচি দিয়েছিলেন তারা।