এখন কেমন আছেন তামিম ইকবাল?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১১:৪৭ AM

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার হার্টে রিং পরানো হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন তামিমকে। ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্ন, তামিম ইকবাল এখন কেমন আছেন? তার শারীরিক অবস্থার আর কোনো অবনতি হয়নি তো।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই কিছুটা হাঁটার চেষ্টা করেছেন তামিম। বর্তমানে কিছু সময়ের জন্য তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়–স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তাকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে।
প্রসঙ্গত, বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাঁকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ঢাকা থকে এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।
শারীরিক অবস্থার অবনতির কারণে তোলা যায়নি এয়ার অ্যাম্বুলেন্সেও। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।