আয়া সোফিয়ায় তারাবির নামাজ হলো ৮৮ বছর পর

আয়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা
আয়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা  © ইন্টারনেট

তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে দীর্ঘ ৮৮ বছর পর প্রথমবারের মতো হলো তারাবির নামাজ। মাহে রমজানের শুরুতে প্রথম রোজার আগে গত শুক্রবার মসজিদটিতে তারাবির নামাজ হয়। রমজান মাসজুড়ে মুসল্লিদের জন্য মসজিদটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে তুর্কির একটি আদালত আদেশ দেয়, ওই স্থাপনাটি জাদুঘর নয়। এরপরই দেশটির সরকার আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহারের আদেশ জারি করে। দেড় হাজার বছরের পুরোনো আয়া সোফিয়া আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা ছিল। পরে তা মসজিদে পরিণত হয়। ১৯৩৪ সালে এটি রূপান্তরিত হয় জাদুঘরে।

আরো পড়ুন: মাহে রমজান উপলক্ষে বাইডেন দম্পতির শুভেচ্ছা

মসজিদের পরিণত করা হলেও করোনা পরিস্থিতিতে মসজিদেও কিছু বিধি আরোপ করা হয়েছিল। তবে টিকাদান কার্যক্রম এবং শনাক্ত ও মৃত্যু কমে আসায় পবিত্র রমজানে খুলে দেয়া হয়েছে মসজিদটি।

আয়া সোফিয়া তুরস্কের সবচেয়ে দর্শনীয় স্থানের একটি। প্রতি বছর প্রায় ৩৭ লাখ পর্যটক মসজিদটি দেখতে আসেন বলে খবরে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ