টুইটার-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক সংবাদ সম্মেলনে গত বুধবার এমনটি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলা করেছেন প্রতিটি সংস্থার প্রধান–নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও।

ট্রাম্পের অভিযোগ, ওই সংস্থাগুলো মার্কিন বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ব্যক্তিস্বাধীনতাও খর্ব করেছে। মার্কিন আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি বলেন, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিকদের স্বাধীনতা ও বাকস্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।

এর আগে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো। এরপর থেকে তার এসব সামাজিকমাধ্যমগুলো বন্ধ রয়েছে।


সর্বশেষ সংবাদ