মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:১৬ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১১:২৩ PM

ভূমিকম্প-পরবর্তী ত্রাণ সরবরাহ ও পুনর্গঠনের গতি বাড়াতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মায়ানমারের সামরিক বাহিনী। এক বিবৃতিতে ক্ষমতাসীন জান্তার রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদ জানিয়েছে, এই চুক্তি ২ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে চলতি সপ্তাহে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলো একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, যাতে ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে। তবে সামরিক বাহিনী বুধবারের ঘোষণার আগ পর্যন্ত একই পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।
গত শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৮৮৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের কম্পন কয়েক শ মাইল দূর পর্যন্ত অনুভূত হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। সেখানে মৃত্যুর সংখ্যা বর্তমানে ২১ জনে দাঁড়িয়েছে।