রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৮ মার্চ) ট্রাম্প প্রশাসন জানান, তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক্সের একটি পোস্টে বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওইএফ) মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা ১০ লাখের বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে।’

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ওয়াশিংটন রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ ছিল। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। কিন্তু জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক তহবিল স্থগিত করার ফলে কমপক্ষে পাঁচটি হাসপাতাল তাদের সেবা কমিয়ে ফেলতে বাধ্য হয়েছে।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা হ্রাস করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

আরও পড়ুন: বেতন-বোনাস পেয়ে স্বস্তি শিক্ষক-কর্মচারীদের, মার্চ নিয়ে ফের দুশ্চিন্তা

কক্সবাজারে বিভিন্ন শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের এখন জনপ্রতি মাসিক ১২ ডলার করে খাদ্য বরাদ্দ দেওয়া হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি)মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডব্লিওএফপি একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে, যা আগামী এপ্রিল থেকে কার্যকর হবে।’

১৪ মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তার সফরের সময় তাকে ৬ ডলারে রোহিঙ্গারা কী খাবার পাবে তার বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হয়েছিল, যা নিয়ে গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence