স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা শিক্ষিকা, যেভাবে ধরা পড়লেন

লরা ক্যারন
লরা ক্যারন  © সংগৃহীত

দীর্ঘ চার বছর ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। ১৩ বছর বয়সী ছাত্রকে যৌন নির্যাতন করে মা হয়েছিলেন বলে অভিযোগ ওই শিক্ষিকার বিরুদ্ধে।

ঘটনার চার বছর পর ওই শিক্ষিকার সন্তানের সঙ্গে যৌন হয়রানির শিকার হওয়া নিজের ছেলের চেহারার মিল নজরে আসে বাবার। এরপর এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ওই শিক্ষিকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষিকা লরা ক্যারন, নিউ জার্সির একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যকার সময়ে ওই ছাত্রকে তার বাড়িতে এনে রাখেন। আর ওই সময়ে বাড়িতে ‘অনুপযুক্ত যৌন সম্পর্ক’ গড়ে তুলেন তিনি।

২০০৫ সালে জন্ম নেয়া ভুক্তভোগী ওই শিক্ষার্থী তখন পঞ্চম শ্রেণিতে পড়তেন। নিজ পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। তবে পরে নিজের ছেলে ও মেয়েকে ২০১৬ সালে কিছু সময়ের জন্য দূর সম্পর্কের আত্মীয় ওই শিক্ষিকার বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন ভুক্তভোগীর পরিবার।

সেই সুযোগে, ওই শিক্ষিকা তার সাবেক ছাত্রের সঙ্গে ‘অনুপযুক্ত যৌন সম্পর্ক’ গড়ে তোলেন এবং পরে অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলেও অভিযোগ। ২০১৯ সালে শিক্ষিকা ক্যারন সন্তানের জন্ম দেন।

এ ঘটনার চার-পাঁচ বছর পর ডিসেম্বরে একটি ফেসবুক পোস্ট দেখার পর ছেলেটির বাবা ক্যারনের সন্তানের সঙ্গে নিজের এবং তার ছেলের মধ্যে মিল খোঁজে পান। পরে এ ব্যাপারে অভিযোগ তোলেন তিনি।


সর্বশেষ সংবাদ