যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ের পূর্বাভাস, উড়োজাহাজ চলাচল ব্যাহত

তুষারঝড়
তুষারঝড়  © সংগৃহীত

এই দশকের সবচেয়ে শক্তিশালী তুষারঝড় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে। প্লেইনস থেকে ইস্ট কোস্ট অঞ্চলের লাখ লাখ মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি ও ভারী তুষারপাতের ঝুঁকিতে আছে। আশংকা করা হচ্ছে আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) এ ঝড় আঘাত হানতে পারে। এ কারণে একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) আজ রবিবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

তারা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।

তুষারঝড়ের কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাতভর ভারী তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর।

যুক্তরাজ্যের জাতীয় রেল কর্তৃপক্ষ যাত্রা শুরুর আগে আবহাওয়া ও ট্রেন চলাচলের হালনাগাদ তথ্য জেনে নিতে অনুরোধ করেছে।

অতিরিক্ত তুষারঝড়ের কারণে ইতোমধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও ট্রান্সপেনিনি এক্সপ্রেস রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। উত্তর ইংল্যান্ডের মহাসড়কগুলোয় ২৫ সেন্টিমিটারের বেশি বরফ জমার সতর্কতা জারি রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, কানসাস এবং ইন্ডিয়ানার কিছু এলাকায় কমপক্ষে ৮ ইঞ্চি (২০.৩ সেমি) তুষারপাত হতে পারে। মধ্য-পশ্চিমের কিছু অংশেও তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্যের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ওয়েলসের অনেক জায়গা আজ রবিবার সকালে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। 

মিজৌরি, ইলিনয়, কেন্টাকি এবং পশ্চিম ভার্জিনিয়ার জন্য ঝিমঝিম এবং হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে রেকর্ড পরিমান নিম্ন তাপমাত্রা দেখতে পাবে আমেরিকানরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কর্মকর্তারা বলেন, বরফের আস্তরণ পড়ায় গতকাল বিকেলে মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল।


সর্বশেষ সংবাদ