এবার কি কাশ্মীরের নাম বদলে ফেলবেন অমিত শাহ?

অমিত শাহ
অমিত শাহ  © সংগৃহীত

কাশ্মীরের নামকরণ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘সম্ভবত কাশ্মীরের নামকরণ করা হয়েছে ঋষি কাশ্যপের নামে।’ তার এ মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে কাশ্মীরের নাম পরিবর্তনের জল্পনা কল্পনা।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস’ শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ‘আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ভূ-সাংস্কৃতির দেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর। উন্নতির পথে চলতে শুরু করে দিয়েছে। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি, সেটা তাড়াতাড়ি ফিরে পাব।’

বিজেপি সরকারের আমলে নাম বদলের ঘটনা নতুন কিছু নয়। এলহাবাদ এর নাম হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই হয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশন।

সেই নাম বদলের ধারা অব্যাহত রেখে কাশ্মীরের নাম বদলে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

অমিত শাহ বলেন, কাশ্মীরের ভারতের সাথে অটুট সম্পর্ক। লাদাখে মন্দির ভাঙা হয়েছে, কাশ্মীরে স্বাধীনতার পর ভুল হয়েছে, পরে সেগুলো সংশোধন করা হয়েছে। শঙ্করাচার্যের উল্লেখ, সিল্ক রুট, হেমিস মঠ থেকে প্রমাণিত হয় যে কাশ্মীরেই ভারতের সংস্কৃতির ভিত্তি স্থাপিত হয়েছিল। সুফি, বৌদ্ধ এবং শৈব মঠ সবাই কাশ্মীরে বিকাশ লাভ করেছে। দেশের জনগণের সামনে সঠিক জিনিসগুলো তুলে ধরা হোক। 

তিনি বলেছেন, ভারতের দশ হাজার বছরের পুরোনো সংস্কৃতি কাশ্মীরেও বিদ্যমান। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ওড়িশা এবং বাংলা থেকে আসাম পর্যন্ত আমরা আমাদের সংস্কৃতির কারণে যুক্ত, যারা কোনও দেশকে ভূ-রাজনৈতিক হিসাবে সংজ্ঞায়িত করে, তারা আমাদের দেশকে সংজ্ঞায়িত করতে পারে না।


সর্বশেষ সংবাদ