ভারতীয়দের ভিসা কমিয়ে দিল মধ্যপ্রাচ্যের যে দেশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ PM
ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের নতুন আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে ভারতের সংবাদমাধ্যমগুলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেতেন, কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছেন না। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা।
দুবাই সরকারের নতুন ভিসানীতি অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট, সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এ ছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না, তা নিশ্চিত করতে হয়। পর্যটকের শেষ তিন মাসের বেতনও দেখাতে হয়। ছাড়া ন্যূনতম ৫০ হাজার রুপিসহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়।
আরও পড়ুন: আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন চলছে
এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিহার ট্রাভেলসের পরিচালক ঋষিকেশ পূজারি বলেন, ‘আমার একজন গ্রাহক সম্পর্কে জানি। তারা চারজনের পরিবার ছিল এবং হোটেল বুকিং থেকে শুরু করে আবেদনের যাবতীয় কার্যক্রম সতর্কতার সঙ্গে সম্পন্ন করেছিল। তারপরও তারা ভিসা পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।’