২০২৪ সালে বর্ষসেরা শব্দ কোনটি ও অর্থ কী, জানেন?

৩৭ হাজার জনগণের ভোটে বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে 'ব্রেন রট'
৩৭ হাজার জনগণের ভোটে বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে 'ব্রেন রট'  © সংগৃহীত

চলতি বছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘ব্রেইন রট’ শব্দটি। সারাদিন একটানা ফোন ব্যবহারের পর ক্লান্ত হয়ে যাওয়ায় অনেক সময় কাজে মনোযোগ দেয়া যায় না। অর্থাৎ সহজ ভাষায় মাথা কাজ করা বন্ধ করে দেয়, এ সমস্যাকে জেনারেশন জি ও আলফা নাম দিয়েছে ব্রেইন রট।

সোমবার (২ ডিসেম্বর)  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  প্রায় ৩৭ হাজার জনগণের ভোটে এ শব্দ বেছে নেয়া হয়েছে। ব্রেইন রটের পাশাপাশি সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ডিমিউর, ডাইনামিক প্রাইসিং, স্লোপের মত শব্দগুলো।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে এ শব্দ ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি বলেন, 'শব্দটির জনপ্রিয়তাই বলে দেয় আমরা কেমন সময়ে বসবাস করছি।'

অধ্যাপক প্রিজিবিলস্কি আরও বলেন, ‘ব্রেইন রট’ আদৌ কোনো বাস্তব সমস্যা কি না, তা আমরা জানি না। এটি অনলাইন জগতের প্রতি আমাদের অতৃপ্তিকেই বর্ণনা করে। এর ব্যবহারে আমরা সোশাল মিডিয়া সংশ্লিষ্ট উদ্বেগগুলো এক শব্দে প্রকাশ করতে পারছি।  

উল্লেখ্য, ‘ব্রেইন রট’ প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন লেখক হেনরি ডেভিড থরো। ১৮৫৪ সালে প্রকাশিত তার বই 'ওয়াল্ডেন'-এ প্রথম এই শব্দের দেখা মেলে। তবে সেখানে এখনকার প্রচলিত অর্থে ব্রেন রট শব্দটি ব্যবহার করেননি থরো।

গত বছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘রিজ’। এর আগের ১০ বছরে সেলফি, ইয়ুথকোয়াক, টক্সিক, ভ্যাক্স, গবলিন মুড-এর মতো ইন্টারনেটে জনপ্রিয় অনেক শব্দ বর্ষসেরার খেতাব পায়।


সর্বশেষ সংবাদ