চবির সনদ সংগ্রহে বিড়ম্বনা কমাতে অটোমেশন সিস্টেম চালুর উদ্যোগ  

ড. পাটওয়ারী
ড. পাটওয়ারী  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের সনদ সংগ্রহ ও সংশোধনের প্রক্রিয়া সহজ করতে অটোমেশন ইমেইল সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আগামী রবিবার (৮ ডিসেম্বর) এই নতুন পদ্ধতির উদ্বোধন হবে। এই সিস্টেমের শিক্ষার্থীদের মাধ্যমে সনদ সংশোধন এবং সংগ্রহের নির্ধারিত তারিখ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় চবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত জানান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। 

ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, ‘বেশিরভাগ সময় শিক্ষার্থীরা দূর থেকে সনদ সংগ্রহে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আবেদন করার পর সনদ নিতে এসে দেখেন তার মার্কশীটে ভুল রয়েছে কিংবা নামে ভুল। যার ফলে তিনি প্রয়োজনীয় সময় সনদ পান না। এমন নানা বিড়ম্বনা কমাতে আমরা অটোমেশন ই-মেইল সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করেছি।’

তিসি আরও বলেন, ‘শিক্ষার্থীরা সনদের জন্য আবেদন করলে সেটি কম্পিউটারে ইনপুট করে তাকে রিসিভ ই-মেইল পাঠানো হবে। এরপর এখানকার কর্মকর্তারা সেটি  চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কি-না। যদি ঠিক থাকে তাহলে আবেদনটি সফলভাবে গ্রহণ করা হয়েছে বলে শিক্ষার্থীকে আবার রিপ্লাই মেসেজে জানিয়ে দেওয়া হবে৷ ভুল থাকলেও শিক্ষার্থীকে জানানো হবে। তিনি সেটি সংশোধন করবেন, আমরা এগুলোর কাজ সম্পূর্ণ করে তাকে একটি সময় দিব। সেই সময়ে এসে ওই শিক্ষার্থী সনদ নিয়ে যেতে পারবেন।’

সনদে ডিপার্টমেন্ট কর্তৃক ভুল হলে শিক্ষার্থীদের থেকে সংশোধন ফি নেওয়া যৌক্তিক হবে কি-না এ বিষয়ে ড. পাটওয়ারী বলেন, ‘শিক্ষকের কারণে ভুল হলে সংশ্লিষ্ট শিক্ষক দ্রুত তা করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ছাত্ররা কেন পে করবে?'

রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে কোন শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রাখার কোন নিয়ম বিশ্ববিদ্যালয়ে আছে কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘কোন শিক্ষার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অন্য কোন শিক্ষার্থী দ্বারা তাকে পরীক্ষা থেকে বাধা দেওয়াকে আমরা নিরুৎসাহিত করি। যদি কারো বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’

এছাড়া ড. পাটওয়ারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সম্ভাবনার কথা বলেন। 


সর্বশেষ সংবাদ