পুঠিয়ার যে গ্রামগুলোতে ৫০ বছর পর আসলো শিক্ষার আলো

হযরত আনাস (রাঃ) নূরানী অ্যান্ড কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা
হযরত আনাস (রাঃ) নূরানী অ্যান্ড কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

হোজা নদীর তীরে অবস্থিত রাজশাহীর পুঠিয়া, চারঘাট, নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলার প্রান্তিক গ্রাম পূর্ব-বারইপাড়া, সর্দারপাড়া, জয়রামপুর, পাইকপাড়া, কারিগর পাড়া, ও জাইগীর পাড়া। গ্রামের অধিকাংশ লোকজন নিঃস্ব, ভূমিহীন ও শিক্ষা বঞ্চিত। গ্রামগুলোর ৩-৪ কিলোমিটারের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। নদীর তীরবর্তী গ্রাম হওয়ায় অত্র অঞ্চলে মাদকের অভয়াশ্রম গড়ে উঠেছে। গ্রামের যে কয়েকটি শিক্ষিত পরিবার আছে, তাদের দীর্ঘদিনের দাবি একটি শিক্ষা প্রতিষ্ঠান। যেটি ছিল অনেক কাঙ্ক্ষিত, অনেক স্বপ্নের, অনেক সাধনার। গ্রামবাসী জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে নানাভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবেদন নিবেদন করেছে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে ২০২১ সালের আগস্ট মাস। ছোট পরিসরে ১৫-২০ জন শিশুকে নিয়ে পড়ানো শুরু করা হয় তালুকদার গ্রামের মসজিদে। ২০২২ সালে প্রায় ১৫০ জন শিশু তালুকদার গ্রামে পড়তে চলে আসে। ২০২৩ সালে ২২৫ জন শিশু তালুকদার গ্রামের নূরানী  কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার জন্য ভর্তি হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এলাকাবাসীর প্রবল চাহিদা ও আবেদন নিবেদন থাকায় রাজশাহী-৫ (পুঠিয়া দূর্গাপুর) আসনের সংসদ সদস্য, ও স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জি.এম.হিরা বাচ্চু, পুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনাব মো. আশরাফ খাঁন ঝন্টু'র সহযোগিতায় ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ এর সার্বিক তত্ত্বাবধায়নে একটি একাডেমিক ভবন তৈরি করে করা হয়েছে।

ভবনটির শতভাগ কাজ শেষ হয়েছে এবং শেখানে শিশুদের পাঠদান চলতে কিন্ডারগার্টেন'র প্রধান শিক্ষক মাসুদুর রহমান বলেন, ‘আমার বাপ-দাদা ও গ্রামবাসী একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরাও অনেকের ধারে ধারে ঘুরেছি। তালুকদার গ্রামের হযরত আনাস (রাঃ) নূরানী এন্ড কিন্ডারগার্টেন আমাদের ও আমাদের পূর্ব পুরুষদের প্রবল আকাঙ্ক্ষার প্রতিফলন। দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার পর আমাদের গ্রামে সর্বস্তরে শিক্ষার আলো পৌছালো। 

তালুকদার গ্রাম আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা মো. ফারুক বলেন, আমার ছেলে মো. ইব্রাহিম অত্র বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ে। তালুকদার গ্রামে প্রতিষ্ঠানটি হওয়ায় গ্রামের মান বেড়েছে। বাচ্চাদের আচার-আচারণে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বাচ্চারা সামাজিকতা শিখছে।

আরও পড়ুন: বাবার স্বপ্নই আমার সাহস, সফল হওয়ার অনুপ্রেরণা

পূর্ব বারইপাড়া গ্রামের বাসিন্দা মো. বাবু বলেন, আমার মেয়ে মোছা. ফারহানা অত্র বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক ভাল। আমরা খুশি। আমাদের মনের লালিত স্বপ্ন পূরণ হতে চলছে।

জয়রামপুর গ্রামের বাসিন্দা নূর আলম বলেন, আমার ছেলে জোবায়ের হোসেন অত্র বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়ে। অত্র প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষা ও স্কুলের একাডেমিক শিক্ষা দিয়ে আমার সন্তানকে গড়ে তুলছে। বাড়ির কাছে স্কুল পেয়েছি। এর চাইতে আনন্দের কি হতে পারে।

বিদ্যালয়ের সভাপতি মো. নাসির উদ্দিন প্রাং বলেন, হযরত আনাস (রাঃ) নূরানী অ্যান্ড কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ও স্কুলের একাডেমিক শিক্ষার সুসমন্বয় রয়েছে। আমরা আমাদের শিক্ষকগণকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েছি হযরত আনাস (রাঃ) আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিখ্যাত সাহাবী ও ১০ বছরের খাদেম ছিলেন। এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ মাদ্রাসা ও স্কুলের নাম হিসেবে এই নামটি পছন্দ করেছেন। মাননীয় সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে সম্মতি দিয়েছেন। ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানকে দাখিল/এস.এস.সি পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ