সীমান্তে স্কুলছাত্র হত্যা: ৩৬ ঘণ্টায়ও মরদেহ দেয়নি বিএসএফ

নিহত মিনারের লাশ
নিহত মিনারের লাশ  © ফাইল ছবি

দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ ইসলাম মিনার (১৭) নামে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। 

নিহত মিনার দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিনার খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ঘটনার দিন রাতে তারা পাঁচ বন্ধু ভারতে গিয়েছিলো মাছ ও কচ্ছপের শুটকি আনতে।

গত বুধবার রাত সাড়ে ১০ টায় দাইনুর বিওপির ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার মরদেহ এখনো পড়ে আছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায়। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক রিপোর্টে এমনি চিত্র ফুটে উঠেছে।

নিহত মিনারের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ৩৬ ঘণ্টা পার হয়ে গেল কিন্তু আমার ছেলের লাশটা এখনো ফেরত দিচ্ছে না। আমার ছেলে তো চলেই গেছে, লাশটা আমাদের ফেরত দিলে আমরা সুষ্ঠুভাবে তাকে দাফন করতাম। কিন্তু লাশ ফেরতের বিষয়ে বিজিবি এখনো সঠিক সময় দিতে পারছে না যে তারা আমার ছেলেকে ফিরিয়ে দেবে।

দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আখতার হোসেন বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আর বেশি কিছু জানিনা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence