মোদিকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

হাসিনা-মোদি
হাসিনা-মোদি  © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর)  নয়াদিল্লীতে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দ্রাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে এই পদ্মা সেতুর কারণে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে, মঙ্গলবার মঙ্গলবার দুপুর ২টার দিকে নয়াদিল্লীতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধিদের মাঝে সাতটি সমঝোতা স্মারক সই হয়।


সর্বশেষ সংবাদ