জেনে নিন কীভাবে চড়বেন মেট্রোরেলে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ০১:২০ PM
আগামীকাল বুধবার (ডিসেম্বর ২৮) বেলা ১১টার দিকে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশ খুলে দেওয়া হবে। এরপর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল অংশের কাজ শেষ করে ২০২৩ সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে।
প্রথম দিকে প্রতি দশ মিনিট অন্তর চলাচল করবে। পরে ধীরে ধীরে সময় কমিয়ে আনা হবে। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত যাত্রী বহন করবে মেট্রোরেল।
জেনে নিন কীভাবে চড়বেন ঢাকার মেট্রোরেলে
১। উত্তরার উত্তর স্টেশন হবে মেট্রোরেলের প্রারম্ভিক স্টেশন। তিনতলা স্টেশন ভবনের উপরের তলার প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়বেন যাত্রীরা।
২। ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে এস্কেলেটর বা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার কনকোর্স হলে উঠতে হবে যাত্রীদের।
৩। বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য স্টেশনে রয়েছে লিফটের ব্যবস্থা।
আরও পড়ুন: মেট্রোরেলের প্রথম নারী চালক নোবিপ্রবির আফিজা
৪। টিকেট ছাড়া কেউ প্ল্যাটফর্মে যেতে পারবেন না। ট্রেনে উঠতে যাত্রীদের দোতলার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
৫। প্ল্যাটফর্মে ওঠার প্রবেশপথে নির্ধারিত জায়গায় টিকিট পাঞ্চ করে ঢুকতে হবে যাত্রীদের। টিকিট পাঞ্চ করার পর দোতলা থেকে নির্ধারিত এস্কেলেটর বা সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করে প্ল্যাটফর্মে উঠবেন যাত্রীরা।
৬। উত্তরা স্টেশনের প্ল্যাটফর্ম তৃতীয় তলায়। যেখানে ট্রেন থামবে সেখানেই ওঠা-নামা করবেন যাত্রীরা।
৭। প্ল্যাটফর্মে ট্রেন থামার সাথে সাথে খুলে যাবে সংক্রিয় দরজা। যাত্রী উঠা-নামা শেষে আবার নিজেই বন্ধ হয়ে যাবে।
৮। কেউ যদি অতিরিক্ত পথ ভ্রমণ বা কোনোভাবে টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ করেন তখন প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় টিকেট দেখাতে না পারলে আর নিচে নামতে পারবেন না। পরে বাড়তি ভাড়া আদায় করে তাকে যেতে দেওয়া হবে।